সোনাঝুরিতে সাফাই অভিযান বন দফতরের। রবিবার। নিজস্ব চিত্র।
দোলের দু’দিন পর অবশেষে সোনাঝুরি এলাকায় সাফাই অভিযান শুরু করলেন বনকর্মীরা। একে দেরিতে হলেও হুঁশ ফেরা বলে মত প্রকাশ করেছেন পরিবেশকর্মীরা।
সোনাঝুরি হাটে দোল খেলার উপর নিষেধাজ্ঞা উঠতেই শুক্রবার দোল উৎসব উপলক্ষে সেখানে ভিড় জমিয়েছিলেন অজস্র পর্যটক ও স্থানীয় মানুষজন। দোল পালন করতে গিয়ে চলে দেদার রং খেলা, খাওয়া-দাওয়া। গাছে আবির লাগানো, চারা গাছ নিধন, পরিবেশ দূষণ চলে প্রকাশ্যেই। কিন্তু দোল উৎসব পেরিয়ে গেলেও সোনাঝুরি খোয়াই হাট সাফ করতে বন দফতর বা হাট কমিটি কাউকেই এগিয়ে আসতে দেখা যায়নি। তা নিয়ে সমালোচনাও শুরু হয়। এরপরই রবিবার বনকর্মীদের শালবন এলাকায় সাফাই অভিযানে নামতে দেখা যায়।
দোলের আগেই সোনাঝুরি এলাকায় রং খেলার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল বন দফতর। পরে হঠাতই তা তুলে নেওয়ায় সমালোচনাও হয়। এ দিনের অভিযানে ছিলেন বোলপুরের রেঞ্জ অফিসার জ্যোতিষ বর্মন। তিনি বলেন, “দোল উৎসব উপলক্ষে প্রচুর মানুষের ভিড় হয়েছিল সোনাঝুরিতে। তাতে বেশ কিছুটা নোংরা আবর্জনা জমেছিল। তাই হাটকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে আজ থেকেই অভিযান শুরু করেছি।’’ তিনি জানান, কয়েকদিন ধরে এই অভিযান চলবে। পরিবেশকর্মী সুভাষ দত্ত বলেন, “পরিষ্কার করা কোনও কৃতিত্ব নয়। এটা অপকর্মকে ঢাকা দেওয়ার প্রচেষ্টা মাত্র।”