সেন্ট জেভিয়ার্স কলেজ। সংগৃহীত ছবি।
জীবনবিজ্ঞান যাঁদের স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের পড়াশোনার বিষয়, তাঁদের জন্য গবেষণার সুযোগ রয়েছে কলকাতার নামী কলেজ সেন্ট জেভিয়ার্সে। সম্প্রতি কলেজের তরফে সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে একটি গবেষণা প্রকল্পের জন্য প্রার্থী নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থীদের।
গবেষণা প্রকল্পের জন্য নিয়োগ হবে জুনিয়র রিসার্চ ফেলো পদে। শূন্যপদ অথবা নিযুক্তদের মাসিক বৃত্তির বিষয়ে মূল বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি। ইন্ডিয়ান ইন্সিটিউট অফ টেকনোলজি (আইআইটি) গুয়াহাটির সঙ্গে যৌথ ভাবে এই গবেষণা প্রকল্পের আয়োজনের দায়িত্বে রয়েছে সেন্ট জেভিয়ার্স কলেজের বায়োটেকনোলজি (জৈবপ্রযুক্তি) বিভাগ। গবেষণা প্রকল্পের অর্থ যোগান দেবে কেন্দ্রীয় বিজ্ঞান এবং প্রযুক্তি বিভাগের সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড (সার্ব)। প্রজেক্টটি চলবে আগামী ৩ বছর ধরে।
গবেষণা প্রকল্পের নাম- ‘ডেভেলপমেন্ট অ্যান্ড লিভারেজিং স্মল স্কেল ফ্লুয়িডিক প্ল্যাটফর্ম টুয়ার্ডস আন্ডারস্ট্যান্ডিং দ্য প্ল্যান্ট রুট সিস্টেম: অ্যা কনভার্জেন্স অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োলজি’। প্রকল্পটির তত্ত্বাবধান করবেন কলেজের বায়োটেকনোলজি বিভাগের শিক্ষক রণিতা নাগ চৌধুরী।
আবেদনের জন্য প্রার্থীদের জীবনবিজ্ঞানের যে কোনও ক্ষেত্রে এমএসসি থাকতে হবে।
আগামী ৭ জুলাই বিকেল ৪টে নাগাদ নিয়োগের ইন্টারভিউটি হবে। ওই দিন সঙ্গে রাখতে হবে সমস্ত প্রয়োজনীয় নথি। এই বিষয়ে বিস্তারিত জানা যাবে কলেজের ওয়েবসাইট থেকে।