সঙ্গীত নাটক অকাদেমি। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় সংস্থায় কর্মখালি। কর্মী নিয়োগ করবে মিনিস্ট্রি অফ কালচার অধীনস্থ সঙ্গীত নাটক অকাদেমি। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তি অনুযায়ী, অ্যাসিস্ট্যান্ট এডিটর এবং পাবলিকেশন অ্যাসিস্ট্যান্ট পদে দু’জনকে বেছে নেওয়া হবে।
অ্যাসিস্ট্যান্ট এডিটর পদে এমন কোনও ব্যক্তিকে নিয়োগ করা হবে, যিনি আগে ইংরেজি ভাষায় কপি এডিটিং, প্রুফ রিডিং এবং লে আউটের কাজ করেছেন। এ ক্ষেত্রে কোনও প্রকাশনা সংস্থা, সংবাদপত্র কিংবা পত্রিকার দফতরে অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। একই সঙ্গে তাঁকে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক কিংবা স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন হতে হবে। বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়। নিযুক্তদের প্রতি মাসের বেতন হবে ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা।
পাবলিকেশন অ্যাসিস্ট্যান্ট হিসাবে হিউম্যানিটিজ় শাখার কোনও বিষয়ে কিংবা সমাজবিজ্ঞান বিষয়ে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিকে বেছে নেওয়া হবে। তাঁর অন্তত তিন বছর বই বা জার্নালের কপি এডিটিং, প্রুফ রিডিং এবং লে আউট সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। বয়সসীমা ২৮ থেকে ৩৫ বছর। এই কাজে মাসিক বেতন হবে ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা।
নিযুক্তদের কর্মস্থল হবে দিল্লি। প্রতিষ্ঠানের ঠিকানায় ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনের শেষ দিন ১৮ নভেম্বর। আবেদনমূল্য ৩০০ টাকা। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।