RITES Recruitment 2024

কেন্দ্রীয় সংস্থা রাইটস লিমিটেডে অবসরপ্রাপ্তদের কাজের সুযোগ, নিয়োগ কোন কোন পদে?

নিযুক্তদের পারিশ্রমিক ধার্য করা হবে সংস্থার নির্ধারিত নিয়ম মেনেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৩
Share:

রাইটস লিমিটেড। সংগৃহীত ছবি।

কেন্দ্রীয় রেল মন্ত্রকের অধীনস্থ সংস্থা রাইটস লিমিটেডে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের কাজের সুযোগ। এই মর্মে সংস্থার তরফে সম্প্রতি নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে জানানো হয়েছে, সংস্থায় বিভিন্ন পদে চাকরির সুযোগ রয়েছে। শুধু মাত্র ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রিধারীরাই সংশ্লিষ্ট পদগুলিতে আবেদন করতে পারবেন। এর জন্য আগ্রহীদের থেকে অফলাইনে আবেদন গ্রহণ করা হবে।

Advertisement

সংস্থায় ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর (ডিপিডি)-ইএসটি, ড্রয়িং অ্যান্ড ডিজ়াইন ইঞ্জিনিয়ার (এস অ্যান্ড টি), ড্রয়িং অ্যান্ড ডিজ়াইন ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল), সেকশন ইঞ্জিনিয়ার (এস অ্যান্ড টি) পদে নিয়োগ হবে। মোট শূন্যপদ রয়েছে চারটি। সংশ্লিষ্ট পদগুলিতে এক বছরের জন্য কর্মী নিয়োগ করা হবে। এর পর নিযুক্তদের কাজের উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে।

সমস্ত পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৬৩ বছর হতে হবে। নিযুক্তদের পারিশ্রমিক ধার্য করা হবে সংস্থার নির্ধারিত নিয়ম মেনেই।

Advertisement

বিভিন্ন পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার পৃথক মাপকাঠি রয়েছে। সব ক্ষেত্রেই ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন বিষয়ে ডিগ্রি বা ডিপ্লোমা থাকলে তবেই আবেদন করতে পারবেন প্রার্থীরা।

এর জন্য আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করে সেটির প্রিন্ট আউট এবং অন্যান্য প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। আগামী ৯ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন। এই বিষয়ে আরও জানার জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement