NVS Recruitment 2023

নবোদয় বিদ্যালয় সমিতিতে কর্মী নিয়োগ, জেনে নিন শূন্যপদ ক’টি?

এগজ়িকিউটিভ ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে। মাসে ৬৭ হাজার ২ লক্ষ টাকা আয় করার সুযোগ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৩ ১৩:০৬
Share:

নবোদয় বিদ্যালয় সমিতি, নয়ডা। ছবি: সংগৃহীত

কেন্দ্রীয় সংস্থায় কাজ করতে চান? ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি রয়েছে? নবোদয় বিদ্যালয় সমিতির সঙ্গে কাজ করার সুযোগ রয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক অধীনস্থ এই সংস্থার তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শর্তসাপেক্ষে অনূর্ধ্ব ৫৬ বছর বয়সি প্রার্থীরা আবেদন করতে পারবেন।

Advertisement

কোন পদে নিয়োগ করা হবে?

এই সংস্থায় এগজ়িকিউটিভ ইঞ্জিনিয়ার পদে প্রার্থী নিয়োগ করা হবে।

Advertisement

কারা আবেদন করতে পারবেন?

এগজ়িকিউটিভ ইঞ্জিনিয়ার পদে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ করা হবে। ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে।

প্রার্থীদের অন্তত চার থেকে পাঁচ বছর অ্যাসিস্ট্যান্ট এগজ়িকিউটিভ ইঞ্জিনিয়ার বা সমতুল্যপদে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

কী ভাবে আবেদন করতে হবে?

প্রার্থীদের নবোদয় বিদ্যালয় সমিতির ওয়েবসাইটে গিয়ে একটি ফর্ম পূরণ করতে হবে। শিক্ষাগত যোগ্যতা এবং কর্মজীবনের শংসাপত্র-সহ ওই ফর্মটি ডাকযোগে প্রতিষ্ঠানের উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরের দফতরে পাঠাতে হবে।

কী ভাবে নিয়োগ করা হবে?

ডেপুটেশনের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন পাঠানোর শেষ দিন ১৬ অগস্ট, ২০২৩। নিয়োগ সংক্রান্ত অন্যান্য তথ্য জানতে সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement