প্রতীকী চিত্র।
পশ্চিম মেদিনীপুর জেলায় চাকরির সুযোগ। মঙ্গলবার সেই মর্মে জেলাশাসকের কার্যালয়ের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কর্মী নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। আগ্রহীদের এর জন্য অফলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে বুধবার থেকে।
জেলাশাসকের কার্যালয়ে ‘ওয়ান স্টপ সেন্টার’-এর সমাজকল্যাণ বিভাগের জন্য এই নিয়োগ। নিয়োগ হবে কেস ওয়ার্কার পদে। শূন্যপদ রয়েছে একটি। শুধু মাত্র মহিলা প্রার্থীরাই এই পদে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট পদে চুক্তির ভিত্তিতে এক বছরের জন্য নিয়োগ হবে। প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে ১৫,০০০ টাকা প্রতি মাসে।
আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। পাশাপাশি অন্তত তিন বছর মহিলাদের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া প্রয়োজন ইংরেজি ও বাংলা ভাষায় লেখা, পড়া এবং বাংলা ভাষায় কথোপকথনের পারদর্শিতা। কম্পিউটার পরিচালনার দক্ষতা এবং এমএস অফিস নিয়ে কাজের দক্ষতা থাকাও প্রয়োজন। নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন পশ্চিম মেদিনীপুর জেলার বাসিন্দারা।
আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন আগামী ২৯ ফেব্রুয়ারি। এই বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহীদের জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখে নিতে হবে।