RailTel Jobs 2024

রেলটেল কর্পোরেশনে কর্মখালি, বছরে এক লক্ষের বেশি আয়ের সুযোগ

কেন্দ্র অধীনস্থ এই সংস্থায় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট কোম্পানি সেক্রেটারি পদে কর্মী নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ১৫:১৯
Share:

রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। ছবি: সংগৃহীত।

ভারতীয় রেলে কর্মখালি। রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ বলা হয়েছে। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট কোম্পানি সেক্রেটারি পদে কর্মী নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের দিল্লির দফতরে নিযুক্তদের কাজ করতে হবে। শূন্যপদ তিনটি।

Advertisement

২১ থেকে ৩০ বছর বয়সি ব্যক্তিদের উল্লিখিত পদে কাজের সুযোগ দেওয়া হবে। তাঁদের আইনে এলএলবি ডিগ্রি থাকতে হবে। তবে, অ্যাসিস্ট্যান্ট কোম্পানি সেক্রেটারি পদে আবেদনকারীদের দি ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়া (আইসিএসআই)-র অ্যাসোসিয়েট মেম্বারশিপ থাকাও প্রয়োজন।

উল্লিখিত পদে নিযুক্তদের দিল্লির দফতরে হবে কর্মস্থল। আগ্রহীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের দিন শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্র, সচিত্র পরিচয়পত্র এবং অন্যান্য আনুষঙ্গিক নথি সঙ্গে রাখা আবশ্যক।

Advertisement

আবেদনের জন্য পদপ্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত একটি ফর্ম পূরণের নির্দেশও দেওয়া হয়েছে। এই সমস্ত নথি-সহ আবেদনপত্র ৬ ডিসেম্বরের মধ্যে ডাকযোগে পাঠাতে হবে। আবেদনমূল্য ১,২০০ টাকা। এই বিষয়ে আরও তথ্য জেনে নিতে প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement