ONGC Recruitment 2024

এমবিএ করেছেন? ওএনজিসি-র উচ্চপদে চাকরির সুযোগ পেতে পারেন

কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনকারীদের বয়স ৫০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ১৩:৩৯
Share:

প্রতীকী চিত্র।

অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন (ওএনজিসি)-তে কর্মী প্রয়োজন। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, হেড ডিজিটাল প্রজেক্টস হিসাবে কর্মী প্রয়োজন। মোট শূন্যপদ চারটি।

Advertisement

সংশ্লিষ্ট পদের জন্য মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। তবে, ইঞ্জিনিয়ারিং শাখায় স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরাও আবেদনের সুযোগ পাবেন।

তবে, তাঁদের আগে ডিজিটাল ট্রান্সফর্মেশন প্রজেক্টে অন্তত চার বছরের কাজের এবং সার্বিক ভাবে ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। প্রার্থীদের বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে। সংশ্লিষ্ট পদে প্রতি মাসে পারিশ্রমিক মিলবে ১,২০,০০০ টাকা - ২,৮০,০০০ টাকা বেতনক্রম অনুসারে।

Advertisement

আগ্রহীদের ২ ডিসেম্বরের আগে আবেদনপত্র এবং অন্যান্য নথি নিয়ে অনলাইনে জমা দিতে হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement