Recruitment in Purulia 2023

পুরুলিয়া জেলায় স্বাস্থ্য বিভাগে একাধিক পদে কর্মী নিয়োগ, বেতন কত?

ডেন্টাল সার্জেন বেতন পাবেন প্রতি মাসে ৪২ হাজার টাকা করে। ডেন্টাল টেকনিশিয়ান বেতন পাবেন ২২ হাজার টাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ জুন ২০২৩ ১৫:৫৭
Share:

প্রতীকী চিত্র।

পুরুলিয়া জেলায় রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে এই নিয়োগ করা হবে।

Advertisement

ডেন্টাল সার্জেন, ডেন্টাল টেকনিশিয়ান, ফিজিয়োথেরাপিস্ট, আর্লি ইন্টারভেনশনিস্ট কাম স্পেশাল এডুকেটর, অডিয়োলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট, সোশ্যাল ওয়ার্কার-সহ আরও বিভাগে নিয়োগ করা হবে কর্মী। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদগুলিতে। আবেদনের জন্য প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে থাকতে হবে।

ডেন্টাল সার্জেন বেতন পাবেন প্রতি মাসে ৪২ হাজার টাকা। ডেন্টাল টেকনিশিয়ান বেতন পাবেন ২২ হাজার টাকা। ফিজিয়োথেরাপিস্টের বেতন হবে ২৫ হাজার টাকা। আর্লি ইন্টারভেনশনিস্ট কাম স্পেশাল এডুকেটরকে ১৮ হাজার টাকা দেওয়া হবে। সোশ্যাল ওয়ার্কার পাবেন ২৫ হাজার টাকা।

Advertisement

আবেদন প্রক্রিয়া:

প্রার্থীকে পুরুলিয়া জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে প্রথমে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ৩০ জুন আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে পুরুলিয়া জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement