Recruitment in Uttar Dinajpur

একাধিক পদে কর্মী নিয়োগ করবে উত্তর দিনাজপুর প্রশাসনিক বিভাগ, বেতন কত?

সব ক’টি পদ মিলিয়ে মোট শূন্যপদ ৭৪টি। তিনটি পদেই আবেদনের জন্য প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে থাকতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৪ ১৯:০১
Share:

প্রতীকী চিত্র।

উত্তর দিনাজপুরের প্রশাসনিক বিভাগে হয়েছে চাকরির সুযোগ। একাধিক পদে নিয়োগ করা হবে কর্মী। সেই মর্মে উত্তর দিনাজপুরের প্রশাসনিক ওয়েবসাইটে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

ইংলিশ স্টেনোগ্রাফার, আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার এছাড়াও গ্রুপ ডি (পিয়ন/ ফরাস/ নাইট গার্ড) পদে নিয়োগ করা হবে। সব ক’টি পদ মিলিয়ে মোট শূন্যপদ ৭৪টি। ইংলিশ স্টেনোগ্রাফার পদে দু’জনকে নিয়োগ করা হবে। প্রতি মাসে বেতন দেওয়া হবে ৩২,১০০ টাকা থেকে ৮২,৯০০ টাকার মধ্যে। প্রার্থীর বয়স ৩২ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। সাত জন আপার ডিভিশন ক্লার্ক নিয়োগ করা হবে। তাঁদের প্রতি মাসে বেতন হবে ২৮,৯০০ টাকা থেকে ৭৪,৫০০ টাকার মধ্যে। এ ক্ষেত্রেও প্রার্থীর বয়স ৩২ বছরের মধ্যে থাকতে হবে। ৩২ জন লোয়ার ডিভিশন ক্লার্ক নেওয়া হবে। প্রতি মাসে বেতন মিলবে ২২,৭০০ টাকা ৫৮,৫০০ টাকার মধ্যে। প্রসেস সার্ভার নিয়োগ করা হবে ছ’জন। প্রার্থীদের বেতন প্রতি মাসে হবে ২১ হাজার থেকে ৫৪ হাজার টাকার মধ্যে। গ্রুপ ডি বিভাগে ২৭ জনকে নিয়োগ করা হবে। প্রতি মাসে ১৭ হাজার টাকা থেকে ৪৩,৬০০ টাকার মধ্যে বেতন দেওয়া হবে। তিনটি পদেই আবেদনের জন্য প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রার্থীকে প্রথমে উত্তর দিনাজপুর জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘নোটিস’ এবং ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি, আবেদনমূল্যও জমা দেওয়া দরকার। ২০ অগস্ট আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে উত্তর দিনাজপুর জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement