ছবি: ফেসবুক
রাজ্য সরকার অধীনস্থ সংস্থায় রয়েছে কাজ শেখার সুযোগ। ওড়িশা সরকারের অধীনস্থ ওড়িশা হাইড্রো পাওয়ার কর্পোরেশন লিমিটেডে ট্রেনি পদে নিয়োগ করা হবে। প্রার্থীদের দেওয়া হবে এক বছরের প্রশিক্ষণ। কী ভাবে আবেদন করা যাবে, কারা আবেদন করতে পারবেন, রইল সবিস্তারে।
কারা আবেদন করতে পারবেন?
ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ওয়েল্ডার, ক্রেন অপারেটর, ওয়ারম্যান পদে ট্রেনি নিয়োগ করা হবে। দশম এবং দ্বাদশ উত্তীর্ণ প্রার্থীরা পদের নিরিখে আবেদন করতে পারবেন। তাঁদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকা বাঞ্ছনীয়।
এছাড়াও, স্টোর কিপার ট্রেনার পদে বাণিজ্যে স্নাতকোত্তীর্ণ হয়েছেন, এমন প্রার্থীদের নিয়োগ করা হবে। তাঁদের কম্পিউটার অ্যাপ্লিকেশন বা সমতুল্য বিষয়ে এক বছরের ডিপ্লোমা থাকা আবশ্যক।
১৮ থেকে ৩৮ বছর বয়সিরা আবেদন করতে পারবেন।
কী ভাবে আবেদন করা যাবে?
অনলাইনে প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফরম্যাট অনুযায়ী আবেদন করতে হবে।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নিয়োগ করা হবে। আবেদনের শেষ দিন আগামী ১৪ সেপ্টেম্বর, ২০২৩। এ বিষয়ে সবিস্তারে জানতে সংস্থার ওয়েবসাইট দেখতে হবে।