ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি ভবন, নয়া দিল্লি। ছবি: সংগৃহীত
কেন্দ্রীয় সংস্থার অধীনে কাজ করার সুযোগ। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজিতে কর্মী নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে চিফ রিসোর্সপার্সন পদে প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে।
কাদের নিয়োগ করা হবে?
কম্পিউটার সায়েন্স / কম্পিউটার ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রনিক্স / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তীর্ণ হয়েছেন, কিংবা পদার্থবিদ্যা, ইলেকট্রনিক্স কিংবা অ্যাপ্লায়েড ইলেকট্রনিক্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, এমন শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি, উল্লিখিত বিষয়ের মধ্যে যে কোনও একটিতে স্নাতকোত্তর ডিগ্রি কিংবা পিএইচডি অর্জন করেছেন, এমন প্রার্থীদের আবেদনও গ্রহণ করা হবে।
আবেদনকারীদের বয়স ৪০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
আবেদন এবং নিয়োগ সংক্রান্ত শর্তাবলি:
নিযুক্ত প্রার্থীকে নয়া দিল্লিতে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি ভবনে কাজ করতে হবে। এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের জীবনপঞ্জি, শংসাপত্র-সহ অন্যান্য নথি নিয়ে ২৫ অগস্ট ওই দফতরে উপস্থিত থাকতে হবে। ওই দিনই প্রার্থীদের নিয়োগ করা হবে। নিয়োগ এবং পদ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।