উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে কর্মখালি। ওই বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগের একটি গবেষণা প্রকল্পে কাজের জন্য প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন। ওই কাজের জন্য একজন ব্যক্তিকে বেছে নেওয়া হবে।
সংশ্লিষ্ট কাজে রসায়ন বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের বেছে নেওয়া হবে। আবেদনকারীর গ্রিন হাইড্রোজেন প্রোডাকশন নিয়ে আগে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। যে গবেষণা প্রকল্পে নিযুক্তকে কাজ করতে হবে, তাতে আর্থিক অনুদান দেবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি।
ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট), কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট ফর ইঞ্জিনিয়ারিং (গেট) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, এমন ব্যক্তিদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। নিযুক্ত ব্য়ক্তির কাজের মেয়াদ তিন বছরের।
নিযুক্তের পারিশ্রমিক হিসাবে প্রতি মাসে ১২ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। অনলাইনে প্রকাশিত একটি ফর্ম পূরণ করে তা জীবনপঞ্জি এবং অন্যান্য নথি পাঠাতে হবে। আবেদনের শেষ দিন ২৩ এপ্রিল। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।