NLC India Jobs 2025

এনএলসি ইন্ডিয়া লিমিটেডে কর্মখালি, কোন কোন বিভাগে হবে নিয়োগ?

নিযুক্তদের কাজ চলবে ঝাড়খণ্ড এবং ওড়িশার দফতরে। কাজ করতে আগ্রহীদের ৪৮৬ টাকা থেকে শুরু করে ৫৯৫ টাকা আবেদনমূল্য হিসাবে জমা দিতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ ১৫:০২
Share:
NLC India Limited.

প্রতীকী চিত্র।

কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থায় কর্মখালি। এনএলসি ইন্ডিয়া লিমিটেডের তরফে জুনিয়র ওভারম্যান এবং মাইনিং সর্দার হিসাবে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ১৯।

Advertisement

জুনিয়র ওভারম্যান এবং মাইনিং সর্দার হিসাবে মাইনিং ইঞ্জিনিয়ারিং কিংবা সমতুল্য বিষয়ে ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে তাঁদের ডিরেক্টরেট জেনারেল অফ মাইনস সেফটি অনুমোদিত শংসাপত্র থাকা আবশ্যক।

প্রার্থীদের যোগ্যতা লিখিত পরীক্ষার মাধ্যমে যাচাই করে নেওয়া হবে। নিযুক্তদের জন্য প্রতি মাসে ২৬ হাজার টাকা থেকে ১,১০,০০০ টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে।

Advertisement

প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, ৮ মে পর্যন্ত উল্লিখিত পদের জন্য আবেদনের পোর্টাল চালু থাকবে। আবেদনের জন্য কোন কোন নথি জমা দিতে হবে, সেই সম্পর্কিত তথ্য জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement