এনআইটি দুর্গাপুর। ছবি: সংগৃহীত।
ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি) দুর্গাপুরে রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ) এবং প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে। দু’টি পদ মিলিয়ে মোট সাত জন পাবেন কাজের সুযোগ। প্রতিষ্ঠানের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। জেআরএফ পদে আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাইক্রোইলেকট্রনিক্সে এমটেক/ এমই ডিগ্রি থাকা দরকার। প্রতি মাসে ফেলোশিপ বাবদ ৩৭ হাজার টাকা দেওয়া হবে। প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট প্রতি মাসে পাবেন ২০ হাজার টাকা। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক/ বিএ ডিগ্রি থাকা দরকার। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
ইন্টারভিউয়ের মাধ্যমে নেওয়া হবে কর্মী। ১১ সেপ্টেম্বর সকাল ১০টার মধ্যে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় পৌঁছে যেতে হবে প্রার্থীদের। তবে তার আগে আবেদনপত্র সংগ্রহ করা দরকার। তার জন্য প্রথমে এনআইটি দুর্গাপুরের ওয়েবসাইটে যাওয়া প্রয়োজন। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সেখান থেকেই আবেদনপত্র ডাউনলোড করা যাবে। ইন্টারভিউয়ের দিন আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে রাখা দরকার।
এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে এনআইটি দুর্গাপুরের ওয়েবসাইটটি দেখতে পারেন।