এনবিসিসি ইন্ডিয়া লিমিটেড। সংগৃহীত ছবি।
রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল বিল্ডিংস কনস্ট্রাকশন কর্পোরেশন (এনবিসিসি) ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে প্রতিষ্ঠানের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তা অনুযায়ী, সংস্থার একটি বিভাগের জন্য এই নিয়োগ। আগ্রহীরা এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। যে প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
সংস্থায় নিয়োগ হবে জেনারেল ম্যানেজার (আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং) পদে। শূন্যপদ রয়েছে একটি। সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৪৯ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য রয়েছে ছাড়। নিযুক্ত ব্যক্তির বেতনক্রম হবে মাসে ৯০,০০০-২,৪০,০০০ টাকা। এ ছাড়াও মিলবে অন্যান্য সুযোগসুবিধা।
জেনারেল ম্যানেজার (আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং) পদে আবেদনের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আর্কিটেকচারে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। প্রয়োজন ১৫ বছরের পেশাদারি অভিজ্ঞতাও। এ ছাড়াও যোগ্যতার অন্যান্য মাপকাঠি রয়েছে।
আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তরা বাদে বাকিদের ক্ষেত্রে আবেদনমূল্য ১০০০ টাকা। আগামী ১৩ মার্চ আবেদনের শেষ দিন। এর পরে সংশ্লিষ্ট পদে গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ হবে। নিয়োগের শর্তাবলি সবিস্তার জানতে প্রার্থীদের সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।