St. Xaviers University Admission 2025

সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে আইনে স্নাতকের সুযোগ, শুরু ভর্তি প্রক্রিয়া

বিশ্ববিদ্যালয়েই দু’টি কোর্সের ক্লাস হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে ক্লাসের আয়োজন করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০১
Share:

সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়, কলকাতা। সংগৃহীত ছবি।

আইনে স্নাতকের জন্য রাজারহাটের সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। জানানো হয়েছে, চলতি বছরের জন্য স্নাতকোত্তরে ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হবে। সমগ্র আবেদন প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন হবে। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

Advertisement

বিশ্ববিদ্যালয় থেকে আইনে যে দু’টি ডিগ্রি লাভের সুযোগ রয়েছে, সেগুলি হল বিএ এলএলবি (অনার্স) এবং বিকম এলএলবি (অনার্স)। দু’টিই পাঁচ বছরের ইন্টিগ্রেটেড ডিগ্রি প্রোগ্রাম। বিশ্ববিদ্যালয়েই দু’টি কোর্সের ক্লাস হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে ক্লাসের আয়োজন করা হবে।

কোর্সগুলিতে আবেদনের জন্য আগ্রহীদের বয়স ২০ বছরের কম হতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। তাঁদের কোনও স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশের পরীক্ষায় ৪৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। থাকতে হবে ইংরেজির মতো বিষয়। এ ছাড়াও যোগ্যতার অন্যান্য মাপকাঠির কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Advertisement

দু’টি কোর্সে জেভিয়ার ল’ অ্যাডমিশন টেস্ট-এর মাধ্যমে যোগ্যতা যাচাই করে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। আগামী ২৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ে ওই প্রবেশিকা পরীক্ষার আয়োজন করা হবে।সময়সীমা দু’ঘণ্টা। নির্ধারিত দিনগুলিতে সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত পরীক্ষা হবে।

আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। আবেদনমূল্য বাবদ জমা দিতে হবে ১০০০ টাকা। আবেদনের শেষ দিন আগামী ২১ এপ্রিল। বাছাই পড়ুয়াদের নাম ঘোষণা করা হবে ৩০ এপ্রিল। ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে ১৬ এবং ১৭ মে-র মধ্যে। এই বিষয়ে সবিস্তার জানতে পড়ুয়াদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement