গেইল ইন্ডিয়া লিমিটেড। সংগৃহীত ছবি।
রাষ্ট্রায়ত্ত সংস্থা গেল ইন্ডিয়া লিমিটেড-এ কাজের সুযোগ। সোমবার সংস্থার ওয়েবসাইটে এই মর্মে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে জানানো হয়েছে, সংস্থার বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ পাবেন নিযুক্তরা। এর জন্য সোমবার থেকেই শুরু হয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়া।
সংস্থায় এগজ়িকিউটিভ ট্রেনি বা শিক্ষানবিশ পদে নিয়োগ হবে। মোট শূন্যপদের সংখ্যা ৭৩। নিযুক্তরা সংস্থার কেমিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল-সহ অন্য ক্ষেত্রে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। প্রশিক্ষণ চলবে এক বছর ধরে। তা যথাযথ ভাবে শেষ করতে পারলে সংস্থায় স্থায়ী ভাবে নিয়োগ করা হবে। নিযুক্তদের পোস্টিং হবে দেশের বিভিন্ন অঞ্চলে।
শিক্ষানবিশ পদে আবেদনকারীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ২৬ বছর। তবে সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। সংশ্লিষ্ট পদে নিযুক্তদের বেতনক্রম হবে মাসে ৬০,০০০-১,৮০,০০০ টাকা।
এগজ়িকিউটিভ ট্রেনি (ইলেক্ট্রিক্যাল) পদে আবেদনের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স অ্যান্ড পাওয়ার/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর নিয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে। একই ভাবে অন্য ক্ষেত্রে সংশ্লিষ্ট পদে কাজের জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।
চলতি বছরে গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং (গেট)-এ প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। চাকরিপ্রার্থীদের সংস্থার ওয়েবসাইটে গেট-রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সংশ্লিষ্ট পদের জন্য আবেদন করতে হবে। আগামী ১৮ মার্চ আবেদনের শেষ দিন। এই বিষয়ে সবিস্তার জানতে প্রার্থীদের মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।