ন্যাশনাল হাইওয়েজ় অথরিটি অফ ইন্ডিয়া (এনএইচএআই)। সংগৃহীত ছবি।
কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের অধীনস্থ সংস্থা ন্যাশনাল হাইওয়েজ় অথরিটি অফ ইন্ডিয়া (এনএইচএআই)-য় বিভিন্ন পদে কাজের সুযোগ। সংস্থার ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তিনটি পদমর্যাদায় কর্মী নেওয়া হবে। নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন।
সংস্থার রোড অ্যাসেট ম্যানেজমেন্ট সিস্টেম (র্যামস) সেলের জন্য এই নিয়োগ হবে প্রিন্সিপাল কনসালট্যান্ট (র্যামস), কনসালট্যান্ট (র্যামস) এবং কনসালট্যান্ট (র্যামস-আইটি) পদে। মোট শূন্যপদ রয়েছে চারটি। সমস্ত পদে দু’বছরের চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। এর পরে সংস্থার প্রয়োজন এবং নিযুক্তদের দক্ষতার নিরিখে এই মেয়াদ বাড়ানো হতে পারে।
উক্ত পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৫০ বা ৫৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের ক্ষেত্রে ছাড় থাকবে। প্রিন্সিপাল কনসালট্যান্ট এবং কনসালট্যান্ট পদে নিযুক্তদের বেতনক্রম হবে যথাক্রমে মাসে ২,৩০,০০০ টাকা এবং ১,৫০,০০০ টাকা। এ ছাড়াও অন্যান্য খাতে ভাতা মিলবে।
প্রিন্সিপাল কনসালট্যান্ট (র্যামস) পদে আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল/ কম্পিউটার সায়েন্স/ ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হতে হবে। পাশাপাশি, থাকতে হবে ন্যূনতম ১৫ বছরের পেশাগত অভিজ্ঞতা। বাকি পদগুলির জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।
আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ৫ মার্চ। এই বিষয়ে সবিস্তার জানতে প্রার্থীদের সংস্থার ওয়েবসাইটে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।