ন্যাশনাল সিডস কর্পারেশন লিমিটেড। ছবি: সংগৃহীত।
ন্যাশনাল সিডস কর্পোরেশন লিমিটেডে ১০০টিরও বেশি শূন্যপদে কর্মখালি। সংশ্লিষ্ট সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ তথ্য দেওয়া হয়েছে। ডেপুটি জেনারেল ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজমেন্ট ট্রেনি, সিনিয়র ট্রেনি এবং ট্রেনি পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ১৮৮।
ডেপুটি জেনারেল ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে হিউম্যান রিসোর্স বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিদের আবেদন গ্রহণ করা হবে। ডেপুটি জেনারেল ম্যানেজারের ক্ষেত্রে পূর্বে ১০ বছর এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে অন্তত দু’বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিকে নিয়োগ করা হবে। নিযুক্ত ডেপুটি জেনারেল ম্যানেজারদের বয়স ৫০ বছর এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের বয়স ৩০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। নিয়োগের পর এক বছরের প্রবেশনে কাজ করতে হবে এবং তার পর স্থায়ী ভাবে পদোন্নতি হবে।
ম্যানেজমেন্ট ট্রেনি, সিনিয়র ট্রেনি এবং ট্রেনি হিসাবে পার্সোনাল ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, অ্যাগ্রোনমি, সিড টেকনোলজি, প্ল্যান্ট ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি প্রাপ্ত ব্যক্তিদের নিয়োগ করা হবে। তবে, ইঞ্জিনিয়ারিং বা বিজ্ঞান শাখায় স্নাতকরাও শর্তসাপেক্ষে আবেদন পাঠাতে পারবেন। এ ক্ষেত্রে আবেদনকারীদের বয়স ২৭ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। নিয়োগের পর এক বছর ছ’মাস প্রশিক্ষণ চলবে। তারপর স্থায়ী ভাবে পদোন্নতি হবে।
উল্লিখিত পদে নিযুক্ত ব্যক্তিদের প্রতি মাসে ২৪,৬১৬ টাকা থেকে শুরু করে ১,৪১,২৬০ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। কাজ করতে আগ্রহীরা অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। আবেদনের নিরিখে বাছাই করা প্রার্থীদের যোগ্যতা কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে করা হবে। আবেদনমূল্য ৫০০ টাকা। ৮ ডিসেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।