ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্স, বেঙ্গালুরু ছবি: সংগৃহীত
ফিজিওথেরাপিতে স্নাতকোত্তীর্ণ প্রার্থীদের জন্য সুখবর। এমনই ব্যক্তিদের কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্স-এ নিয়োগ করা হবে। সংস্থার তরফে ফিজিওথেরাপিস্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনূর্ধ্ব ৩৫ বছর বয়সিরা আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের একটি গবেষনা প্রকল্পের জন্য প্রার্থী প্রয়োজন। এই প্রকল্পে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ-এর তরফে আর্থিক অনুদান দেওয়া হবে। প্রকল্পটির নাম ‘অ্য কম্প্রিহেনসিভ ফ্রেমওয়ার্ক ফর ট্রিটমেন্ট অফ ইমপেয়ারমেন্ট অফ আপার এক্সিটিমিটি ডিউ টু স্ট্রোক বাই কম্বাইনিং কম্পুটেশনাল মডেলিং অ্যান্ড ভার্চুয়াল রিয়্যালিটি’। শূন্যপদ একটি।
কারা আবেদন করতে পারবেন?
এই পদে ফিজিওথেরাপি বিষয়ে স্নাতক কিংবা স্নাতকোত্তর ব্যক্তিদের নিয়োগ করা হবে।
অভিজ্ঞতা এবং দক্ষতা:
ফিজিওথেরাপিস্ট হিসাবে হোম ভিজিট করার দক্ষতা থাকা দরকার।
ইংরেজি এবং কন্নড় ভাষায় সাবলীল হওয়া প্রয়োজন।
কম্পিউটার ব্যবহারকরার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
পারিশ্রমিক:
মাসে ৩৫ হাজার টাকা পারিশ্রমিক হিসেবে দেওয়া হবে।
কী ভাবে আবেদন করবেন?
অনলাইনে মেল যোগে প্রার্থীদের জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি পাঠাতে হবে। বিজ্ঞপ্তি প্রকাশের দশ দিনের মধ্যে অন্যান্য আনুষঙ্গিক নথি পাঠানোর সুযোগ থাকবে।
উল্লিখিত পদে আবেদন করা যাবে ২১ জুলাই, ২০২৩ পর্যন্ত। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে পারেন।