IISER Recruitment 2023

কেন্দ্রীয় সংস্থা আইআইএসইআর-এ কাজের সুযোগ, জেনে নিন আবেদনের শর্তাবলি

প্রতিষ্ঠানের বায়োলজিক্যাল সায়েন্স বিভাগের একটি সর্বভারতীয় প্রকল্পের জন্য প্রজেক্ট ইন্টার্ন প্রয়োজন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৩ ১২:৪৩
Share:

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ, কলকাতা ছবি: সংগৃহীত

উদ্ভিদবিদ্যা কিংবা প্রাণিবিদ্যায় স্নাতকোত্তীর্ণ প্রার্থীদের জন্য সুখবর। এমনই ব্যক্তিদের কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের কলকাতার দফতরে নিয়োগ করা হবে। সংস্থার তরফে প্রজেক্ট ইন্টার্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

Advertisement

প্রতিষ্ঠানের বায়োলজিক্যাল সায়েন্স বিভাগের গবেষনা প্রকল্পের জন্য প্রার্থী প্রয়োজন। এই প্রকল্পে মধ্যপ্রদেশ সরকার-এর তরফে আর্থিক অনুদান দেওয়া হবে। প্রকল্পটির নাম ‘বায়োডায়ভার্সিটি অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিসেস রিসার্চ’।

কারা আবেদন করতে পারবেন?

Advertisement

প্রজেক্ট ইন্টার্ন পদে আবেদনের জন্য উদ্ভিদবিদ্যা/ প্রাণিবিদ্যা/ পরিবেশ বিজ্ঞান/ রসায়ন/ জীবন বিজ্ঞান/ ফরেস্ট্রি/ ইকোলজি/ ওয়াইল্ড লাইফ সায়েন্সেস/ রিমোট সেন্সিং অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম— উল্লিখিত বিষয়ের মধ্যে যে কোনও একটিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকা প্রয়োজন। স্নাতক ডিগ্রি থাকলেও প্রার্থীরা আবেদন করতে পারবেন। মোট ছয় জন প্রার্থীকে নিয়োগ করা হবে।

অভিজ্ঞতা এবং দক্ষতা:

  • প্রজেক্ট ইন্টার্ন পদে কাজ করার জন্য অন্তত ছয় মাস গবেষণার কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
  • পাখি, উদ্ভিদ কিংবা প্রজাপতির ফিল্ড ট্যাক্সোনমির দক্ষতা থাকা দরকার।
  • ইকোলজিক্যাল রিসার্চ-এর অভিজ্ঞতা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

পারিশ্রমিক:

মাসে ১৫ হাজার টাকা পারিশ্রমিক হিসেবে দেওয়া হবে।

কী ভাবে আবেদন করবেন?

প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখ করে দেওয়া নিয়ম অনুযায়ী একটি ফর্ম পূরণ করতে হবে। একটি নির্দিষ্ট লিঙ্কে আবেদনপত্র-সহ সমস্ত প্রয়োজনীয় নথি পাঠাতে হবে।

উল্লিখিত পদে আবেদন করা যাবে ৬ অগস্ট, ২০২৩ পর্যন্ত। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement