ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, মাদ্রাজ। ছবি: সংগৃহীত
কন্টেন্ট রাইটিং পেশায় অভিজ্ঞতা রয়েছে, এমন প্রার্থীদের জন্য কাজের সুযোগ। কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, মাদ্রাজে টেকনিক্যাল কন্টেন্ট রাইটার নিয়োগ করা হবে। এক বছরের জন্য চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ দেওয়া হবে। প্রতিষ্ঠানের সেন্টার ফর এক্সিলেন্স ফর রোড সেফটি বিভাগের জন্য কর্মী নিয়োগ করা হবে।
কারা আবেদন করতে পারবেন?
সংশ্লিষ্ট পদে ইংরেজি, গণজ্ঞাপন, ইঞ্জিনিয়ারিং কিংবা সমতুল্য বিষয়ে স্নাতক কিংবা স্নাতকোত্তর প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে। তবে তাঁদের লেখার দক্ষতা থাকা প্রয়োজন। একই সঙ্গে এক থেকে তিন বছর পেশাদার কন্টেন্ট রাইটার হিসাবে কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
দক্ষতা:
পারিশ্রমিক:
মাসে ২৫ হাজার থেকে ৪০ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে মেলযোগে জীবনপঞ্জি-সহ আবেদনপত্র পাঠাতে হবে। এর পর বাছাই করা প্রার্থীদের লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।
উল্লিখিত পদে আবেদন করা যাবে ২০ অগস্ট, ২০২৩ পর্যন্ত। নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিশদে জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।