NIBMG Recruitment 2023

কল্যাণীর এনআইবিএমজিতে থ্যালাসেমিয়া সংক্রান্ত গবেষণা প্রকল্পে নিয়োগ, রইল বিশদ

নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ৪৭,০০০ টাকা ফেলোশিপ দেওয়া হবে। এ ছাড়াও বাড়ি ভাড়া বাবদ ভাতা মিলবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৩ ১৭:৪৮
Share:

এনআইবিএমজি। সংগৃহীত ছবি।

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ স্বশাসিত প্রতিষ্ঠান কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্স (এনআইবিএমজি)-তে গবেষণা প্রকল্পের জন্য কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। থ্যালাসেমিয়া সংক্রান্ত এই কেন্দ্রীয় গবেষণা প্রকল্পটিতে চুক্তির ভিত্তিতে অস্থায়ী ভাবে কর্মী নিয়োগ করা হবে।

Advertisement

প্রতিষ্ঠানের গবেষণা প্রকল্পের জন্য নিয়োগ হবে রিসার্চ অ্যাসোসিয়েট পদে। শূন্যপদের সংখ্যা একটি। আবেদনকারীদের বয়স কেন্দ্রের বিজ্ঞান এবং প্রযুক্তি বিভাগ (ডিএসটি) বা অনুদানকারী সংস্থার স্থির করা বয়ঃসীমার মধ্যে হলেই আবেদন করতে পারবেন। প্রাথমিক ভাবে এক বছরের জন্য এই পদে প্রার্থী নিয়োগ করা হবে। পরে কাজের ভিত্তিতে এবং প্রয়োজন অনুসারে এই মেয়াদ বাড়ানো হতে পারে। এই সময়কালে নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ৪৭,০০০ টাকা ফেলোশিপ দেওয়া হবে। এ ছাড়াও বাড়িভাড়া বাবদ ভাতা মিলবে।

যে গবেষণা প্রকল্পের জন্য নিয়োগ, সেটির নাম— ’টার্গেট ডিসকভারি অ্যান্ড এক্স ভিভো ভ্যালিডেশন অফ ডিফারেন্ট পোটেনশিয়াল ড্রাগস ফর ই বিটা থ্যালাসেমিয়া থ্রু রিপারপাসিং অ্যাপ্রোচ’। প্রকল্পটি স্পনসর করবে কেন্দ্রের ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)।

Advertisement

আবেদনের জন্য প্রার্থীদের বায়োলজি/ কম্পিউটেশনাল বায়োলজি/ বায়োস্ট্যাটিস্টিক্সে পিএইচডি থাকতে হবে। এ ছাড়া, যাঁদের সেল কালচার, মলিকিউলার বায়োলজি এবং এনজিএস ডেটা অ্যানালিসিস সংক্রান্ত কাজের অভিজ্ঞতা রয়েছে, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ এই পদে আবেদন জানাতে হবে। আবেদনের করা ‌যাবে আগামী ১০ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত। এর পর বাছাই প্রার্থীদের এই পদে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউ হবে ১৬ অক্টোবর সকাল ১০টা থেকে। ওই দিন জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি সঙ্গে রাখতে হবে প্রার্থীদের। নিয়োগের বিষয়ে বাকি তথ্য জানার জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement