এনআইবিএমজি। সংগৃহীত ছবি।
কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্স (এনআইবিএমজি)-এ তিনটি ভিন্ন গবেষণা প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে। প্রকল্পগুলিতে বিভিন্ন পদে নিয়োগ করা হবে কর্মীদের। সেই মর্মে কিছু দিন আগেই প্রতিষ্ঠানের তরফে তিনটি পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সবক’টি প্রকল্পই কেন্দ্রীয় মন্ত্রকের অর্থ সহায়তায় পরিচালিত হবে। আগ্রহীদের এর জন্য অনলাইনে আবেদন করতে হবে। যা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
যে তিনটি প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে, সেগুলি হল— ১) ‘হোল জেনোম সিকুয়েন্সিং অফ এমটিবি ক্লিনিক্যাল স্ট্রেনস ফর ডিটারমিনিং ড্রাগ রেজ়িস্ট্যান্স অ্যান্ড স্টেন লিঙ্কেজ ইন ইন্ডিয়া’, ২) ‘ইন্টার-ইনস্টিটিউশনাল প্রোগ্রাম ফর ম্যাটার্নাল নিওন্যাটাল অ্যান্ড ইনফ্যান্ট সায়েন্সেস আ ট্রানস্লেশনাল অ্যাপ্রোচ— ইন্টারডিসিপ্লিনারি গ্রুপ ফর অ্যাডভান্সড রিসার্চ অন বার্থ আউটকামস— ডিবিটি ইন্ডিয়া ইনিশিয়েটিভ’ এবং ৩) ‘মাল্টি-ওমিক্স সিগনেচারস অফ হিউম্যান প্ল্যাসেন্টা: রিয়্যাল টাইম অ্যাসেসমেন্ট অফ আন্ডারলায়িং মেকানিজ়মস ফর প্রেডিকশন অফ বার্থ আউটকামস অ্যান্ড ডেভেলপমেন্ট’। প্রকল্পগুলি কেন্দ্রের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ বায়োটেকনোলজি বিভাগ (ডিবিটি)-এর অর্থপুষ্ট।
প্রকল্পগুলিতে নিয়োগ হবে প্রজেক্ট সায়েন্টিস্ট-১, সিনিয়র রিসার্চ ফেলো, প্রজেক্ট সায়েন্টিস্ট-২, প্রজেক্ট অ্যাসোসিয়েট-১, প্রজেক্ট অ্যাসোসিয়েট-২, রিসার্চ অ্যাসোসিয়েট-২ এবং রিসার্চ অ্যাসোসিয়েট-৩ পদে। সব মিলিয়ে শূন্যপদের সংখ্যা আট। বিভিন্ন পদে আবেদনের জন্য বয়ঃসীমা এবং বেতন কাঠামোও বিভিন্ন। তবে প্রার্থীদের বয়স ৩৫ বা ৪০ বছরের মধ্যে হলেই সমস্ত পদে আবেদন করতে পারবেন। বিভিন্ন পদে নিযুক্তদের পারিশ্রমিক মিলবে ৩১,০০০ টাকা থেকে শুরু করে ৬৭,০০০ টাকা। এ ছাড়া বাড়িভাড়া বাবদ ভাতাও মিলবে। প্রকল্পগুলিতে প্রার্থীদের চুক্তির ভিত্তিতে প্রথমে চার থেকে ছ’মাসের জন্য নিয়োগ করা হবে। এর পর ফান্ডিং এবং নিযুক্তদের কাজের উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হবে।
বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার পৃথক মাপকাঠি ধার্য করা হয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন আগামী ২২ ডিসেম্বর বিকেল ৫টা। সমস্ত পদেই বাছাই প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের দিনও সমস্ত নথি নিয়ে প্রার্থীদের যথাস্থানে উপস্থিত হতে হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানতে আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।