Recruitment in Birbhum

অবসরপ্রাপ্তদের জন্য কাজের সুযোগ বীরভূম জেলায়, রইল বিস্তারিত

প্রতি মাসে বেতন দেওয়া হবে ১০ হাজার টাকা। আবেদনকারীর বয়স ৬০ থেকে ৬৪ বছরের মধ্যে থাকা দরকার।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৩ ১৫:১৮
Share:

প্রতীকী চিত্র।

বীরভূম জেলায় রয়েছে অবসরপ্রাপ্তদের জন্য কাজের সুযোগ। সেই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

আমিন পদে নিয়োগ করা হবে কর্মী। জমি সংক্রান্ত বিষয়ে কাজ করতে হবে। চুক্তির ভিত্তিতে এই পদে নিয়োগ করা হবে। প্রতি মাসে বেতন দেওয়া হবে ১০ হাজার টাকা। শুধু মাত্র অবসরপ্রাপ্ত কর্মীরাই আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স ৬০ থেকে ৬৪ বছরের মধ্যে থাকা দরকার।

ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। তবে, তার আগে প্রার্থীকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তার জন্য প্রথমে বীরভূম জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্টে’ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করা দরকার। এরপর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। ১৮ অগস্ট ’২৩ আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

Advertisement

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বীরভূম জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement