কৃষি বিজ্ঞান কেন্দ্র, কল্যাণ। ছবি: সংগৃহীত।
পুরুলিয়ার কৃষি বিজ্ঞান কেন্দ্র, কল্যাণে রয়েছে চাকরির সুযোগ। সেই মর্মে সংস্থার ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
স্টেনোগ্রাফার গ্রেড ৩, ড্রাইভার, স্কিল়়ড্ সাপোর্ট স্টাফ পদে নিয়োগ করা হবে। স্টেনোগ্রাফার গ্রেড ৩ পদে আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হওয়া দরকার। ড্রাইভার, স্কিলড্ সাপোর্ট স্টাফ পদে আবেদনের জন্য প্রার্থীকে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে। তিনটি পদের ক্ষেত্রেই প্রতি মাসে বেতন দেওয়া হবে ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকার মধ্যে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
কী ভাবে আবেদন করবেন?
প্রার্থীকে প্রথমে পুরুলিয়ার কৃষি বিজ্ঞান কেন্দ্র, কল্যাণের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি সংগ্রহ করতে হবে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করা দরকার। এর পর বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। পাশাপাশি, আবেদনের জন্য বরাদ্দ টাকাও জমা দেওয়া দরকার। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ২৬ জুন। এই দিন থেকে ২০ দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে পুরুলিয়ার কৃষি বিজ্ঞান কেন্দ্র, কল্যাণের ওয়েবসাইটটি দেখতে পারেন।