কলকাতা পুরসভা। ছবি: সংগৃহীত।
কলকাতা পুরসভার তরফে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। পুরসভার ওয়েবসাইটে গেলেই নিয়োগের বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে।
একাধিক বিভাগে স্পেশালিস্ট নিয়োগ করা হবে।কাজের মেয়াদ চুক্তি ভিত্তিক। মোট শূন্যপদ রয়েছে ৪৫টি। সপ্তাহে তিন দিন তিন ঘণ্টা করে কাজ করতে হবে। সেই অনুযায়ী বেতন মিলবে ৩ হাজার টাকা/ প্রতি দিন।
আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি-সহ সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা থাকা দরকার। পাশাপাশি, এক বছরের ইন্টার্নশিপের অভিজ্ঞতা থাকতে হবে। সেই সঙ্গে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের অধীনে রেজিস্ট্রেশন থাকতে হবে। প্রার্থীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং স্থানীয় ভাষা জানতে হবে। প্রার্থীর বয়স ৬৭ বছরের মধ্যে থাকা দরকার।
ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। ইন্টারভিউ হবে ২২ ডিসেম্বর। ওই দিন সকাল সাড়ে ১১টার মধ্যে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি নিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় পৌঁছে যেতে হবে আগ্রহীদের। আবেদনপত্র ডাউনলোড করতে প্রথমে কলকাতা পুরসভার ওয়েবসাইটে যেতে হবে। হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখান থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। বিজ্ঞপ্তি থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।