Kolkata Metro Rail Recruitment 2025

কলকাতা মেট্রো রেলে চাকরির সুযোগ, কোন পদে নিয়োগ?

শূন্যপদ রয়েছে দু’টি। চুক্তির ভিত্তিতে প্রথমে ছ’মাস থাকবে কাজের মেয়াদ। পরবর্তীতে এই মেয়াদ বৃদ্ধি হতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১৬:৫৫
Share:

কলকাতা মেট্রো রেল। ছবি: সংগৃহীত।

কলকাতা মেট্রো রেলে কর্মখালি। কেন্দ্রীয় সরকার অধীনস্থ রেলওয়ে-র ওয়েবসাইটে গেলেই দেখা যাবে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি। কাজের জন্য সরাসরি আবেদনপত্র জমা দেওয়া যাবে। তবে এই সুযোগ শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য।

Advertisement

ইন্টারভিউয়ের মাধ্যমে অ্যাডিশন্যাল জেনারেল ম্যানেজার (সিভিল/ এক্সপার্ট) পদে নিয়োগ করা হবে কর্মী। শূন্যপদ দু’টি। চুক্তির ভিত্তিতে প্রথমে ছ’মাস থাকবে কাজের মেয়াদ। পরবর্তীতে এই মেয়াদ বৃদ্ধি হতে পারে। রাজ্য/ কেন্দ্র সরকার অধীনস্থ কোনও সংস্থা অথবা রেলে সিনিয়র পদে কাজের অভিজ্ঞতা থাকলে তবেই আবেদন জানানো যাবে। প্রার্থীর বয়স ৬২ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায়। ১৩ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন।

এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের ওয়েবসাইটটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement