Bose Institute Recruitment 2024

বসু বিজ্ঞান মন্দিরে কর্মখালি, আবেদনের শর্তাবলি কী?

ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ৩১ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ১৫:০৭
Share:

বসু বিজ্ঞান মন্দির। ছবি: সংগৃহীত।

বসু বিজ্ঞান মন্দিরে (বোস ইনস্টিটিউট) কর্মী প্রয়োজন। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে কেমিক্যাল সায়েন্সেস বিভাগের গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। গবেষণা প্রকল্পের নাম ‘অন-দ্য-ফ্লাই কেমিক্যাল ডায়নামিক্স সিমুলেশনস ইন গ্যাস অ্যান্ড কনডেন্সড ফেজ় মলিকিউলার সিস্টেমস ইউজ়িং মেশিন লার্নিং অ্যাপ্রোচ’। শূন্যপদ একটি।

Advertisement

এ ক্ষেত্রে রসায়নে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন হওয়া বাঞ্ছনীয়। পাশাপাশি, কেমিক্যাল রিঅ্যাকশনস নিয়ে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। স্নাতকোত্তর স্তরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। পারিশ্রমিক হিসাবে ৩১ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।

উল্লিখিত প্রকল্পে আর্থিক অনুদান প্রদান করা হচ্ছে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড (এসইআরবি)-এর তরফে। ওই প্রকল্পটির কাজ সব মিলিয়ে ২৯ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত চলবে। ২৩ ডিসেম্বর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে।

Advertisement

তবে, তার আগে ডাকযোগে বসু বিজ্ঞান মন্দিরের রেজিস্ট্রারের কাছে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, কর্মজীবনের শংসাপত্রের মতো নথিও পাঠানো প্রয়োজন। আবেদনপত্র ২৩ ডিসেম্বরের আগে পাঠাতে হবে। এই বিষয়ে আরও জানতে বসু বিজ্ঞান মন্দিরের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement