Jobs in Jhargram 2023

ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে চাকরির সুযোগ, কোন বিভাগে, কোন পদে নিয়োগ?

প্রার্থীদের বয়স যদি ৪৫ বছরের মধ্যে হয়, তা হলেই আবেদন করতে পারবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৩ ১৬:১২
Share:

প্রতীকী চিত্র।

চিকিৎসকদের জন্য সুখবর! ঝাড়গ্রাম সরকারি মেডিক্যাল কলেজে রয়েছে চাকরির সুযোগ। সম্প্রতি সে সংক্রান্ত নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। চুক্তির ভিত্তিতে কলেজের বিভিন্ন বিভাগে নিয়োগ করা হবে চিকিৎসকদের। শুধু মাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতেই নিয়োগ হবে। আগ্রহীরা আবেদন জানাতে পারবেন অনলাইন এবং অফলাইন, উভয় মাধ্যমেই।

Advertisement

নিয়োগ হবে সিনিয়র রেসিডেন্ট পদে। তিনটি বিভাগ মিলিয়ে মোট তিনটি শূন্যপদে প্রার্থী নিয়োগ করা হবে। কলেজের বায়োকেমিস্ট্রি, জেনারেল সার্জারি এবং গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স (স্ত্রীরোগ এবং প্রসূতিবিদ্যা) বিভাগের জন্য এই নিয়োগ। প্রার্থীদের বয়স যদি ৪৫ বছরের মধ্যে হয়, তা হলেই আবেদন করতে পারবেন। নিযুক্তদের সরকারি নিয়ম মেনেই মাসিক বেতন দেওয়া হবে। প্রাথমিক ভাবে এক বছরের জন্য প্রার্থীদের নিয়োগ করা হলেও কাজের ভিত্তিতে এই মেয়াদ বাড়তে পারে।

প্রার্থীদের সরকার স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়গুলিতে এমডি/ এমএস/ ডিএনবি থাকতে হবে।

Advertisement

প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে পদগুলিতে নিয়োগ করা হবে। আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানা বা মেল আইডিতে পাঠিয়ে আবেদন জানাতে হবে। নথি পাঠানোর শেষ দিন আগামী ২ অগস্ট দুপুর ২টো। এর পর বাছাই প্রার্থীদের নাম ইন্টারভিউয়ের দু'দিন আগে কলেজের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। শুধুমাত্র তাঁরাই ইন্টারভিউয়ে যোগদান করতে পারবেন। ইন্টারভিউ হবে ৯ অগস্ট সকাল ১১টা থেকে। ইন্টারভিউয়ের দিনও সঙ্গে রাখতে হবে সমস্ত প্রয়োজনীয় নথি। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement