জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে সিনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন। এই মর্মে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্কুল অফ লাইফ সায়ন্সেস-এর একটি গবেষণা প্রকল্পে কাজের জন্য সায়েন্টিফিক অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে।
ওই কাজের জন্য যে কোনও বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিকে বেছে নেওয়া হবে। তাঁর গবেষণাগারের সামগ্রী, টিস্যু কালচার ল্যাবরেটরি, গবেষণাগারের রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিষয়ে আগে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
২০২৬ পর্যন্ত চুক্তির ভিত্তিতে ওই কাজে নিযুক্ত ব্যক্তিকে বহাল রাখা হবে। কাজের ভিত্তিতে পদের মেয়াদ বাড়তে পারে। কাজ চলাকালীন নিযুক্ত ব্যক্তিকে ১৮,০০০ টাকা পারিশ্রমিক দেওয়া হবে।
আগ্রহীরা জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের শংসাপত্রের মতো নথি ইমেল মারফত জমা দিতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ দিন ১৫ মে। এই বিষয়ে আরও জেনে নিতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।