Jobs for Retired Persons

কেন্দ্রীয় মন্ত্রকে কাজের সুযোগ, কারা আবেদন করতে পারবেন?

অনূর্ধ্ব ৬৪ বছর বয়সিদের জন্য কাজের সুযোগ। প্রাথমিক ভাবে এক বছরের জন্য নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৪ ১৪:৫৯
Share:

কেন্দ্রীয় মন্ত্রকে কাজের সুযোগ, কারা আবেদন করতে পারবেন?

অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য কাজের সুযোগ। মিনিস্ট্রি অফ পাওয়ার-এর তরফে সেই মর্মে সম্প্রতি একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মন্ত্রকের তরফে লিগাল কনসালট্যান্ট হিসাবে কর্মী নিয়োগ করা হবে। ওই পদে কাজ করতে আগ্রহী পদপ্রার্থীদের ইমেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে।

Advertisement

এক জন ব্যক্তিকেই ওই পদের জন্য নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট এক বছরের জন্য ওই পদে কাজের সুযোগ পাবেন নিযুক্ত ব্যক্তি। তবে কাজের নিরিখে ওই মেয়াদ আরও এক বছর পর্যন্ত বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই কাজের জন্য আইনে স্নাতকদের বেছে নেওয়া হবে, যিনি ইংরেজি এবং হিন্দি ভাষায় সাবলীল এবং আদালতের মামলা সংক্রান্ত বিষয়ে অন্তত ১০ বছর ডেপুটি সেক্রেটারি কিংবা লিগাল অ্যাডভাইজ়ার হিসাবে সরকারি দফতরে কাজ করেছেন। তবে সংশ্লিষ্ট পদে নিযুক্ত হওয়ার আগে তাঁকে অবসরপ্রাপ্ত হতে হবে।

প্রতিষ্ঠানের তরফে স্ক্রিনিং-কাম সিলেকশন কমিটির তরফে পদপ্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। ওই ইন্টারভিউয়ের মাধ্যমে তাঁদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। শুধু মাত্র ইমেল মারফত আবেদনপত্র জমা দেওয়া যাবে।

Advertisement

আবেদনপত্রের সঙ্গে বিজ্ঞপ্তিতে উল্লিখিত একটি ফর্মও পূরণ করে জমা দিতে হবে। প্রার্থীদের বয়স হতে হবে ৬৪ বছরের মধ্যে। আগ্রহীদের ১৫ মে-এর মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে আরও তথ্য জেনে নিতে হলে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement