যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রয়েছে কাজের সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে কর্মী।
সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে কর্মী। প্রতিষ্ঠানের দর্শন বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। ছ’মাসের জন্য রয়েছে কাজের সুযোগ। যদিও প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দর্শন বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকা চাই। বৌদ্ধ ধর্ম বিষয়ে জ্ঞান থাকলে অগ্রাধিকার মিলবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
২ জানুয়ারি ’২৫ ‘ওয়াক ইন ইন্টারভিউ’ হবে। ওই দিন বেলা তিনটে থেকে শুরু ইন্টারভিউ। প্রার্থীদের আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে রাখা প্রয়োজন। কী কী নথি প্রয়োজন, তা জানা যাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি থেকে। সেখান থেকেই বিস্তারিত শর্তাবলিও জানতে পারবেন আগ্রহীরা।