WB Govt Jobs

ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ় অ্যান্ড রিসার্চে কাজের সুযোগ, রইল বিস্তারিত

উভয় পদে আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকা দরকার।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৩ ১৫:০০
Share:

ছবি: সংগৃহীত।

পশ্চিমবঙ্গের ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ় অ্যান্ড রিসার্চ (আইএলএসআর)-এ বিশেষ প্রোজেক্টে রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

প্রোজেক্ট ফেলো এবং প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে। ব্রিটিশ লাইব্রেরি অধীনস্থ বিশেষ প্রোজেক্টের কাজে কর্মী নেওয়া হবে এই পদে। উভয় পদে আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকা দরকার। প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে হবে। প্রোজেক্ট ফেলো প্রতি মাসে ফেলোশিপ বাবদ পাবেন ২২ হাজার টাকা। প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট স্টাইপেন্ড হিসাবে পাবেন ১৫ হাজার টাকা। ১ বছর থাকবে কাজের মেয়াদ।

ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে প্রার্থী। ১৪ অগস্ট ’২৩ ইন্টারভিউ হবে। ওই দিন বেলা ১২টা থেকে শুরু হবে ইন্টারভিউ। তবে, তার আগে প্রার্থীকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

Advertisement

কী ভাবে আবেদন করবেন?

প্রার্থীকে প্রথমে আইএলএসআর-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। এর পর সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় সরাসরি পাঠাতে পারেন। তবে, বিজ্ঞপ্তিতে দেওয়া আইডিতে মেল করলেও হবে। ৯ অগস্ট আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে আইএলএসআর-এর ওয়েবসাইটটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement