কলকাতা পুরসভা। ছবি: সংগৃহীত।
কলকাতা পুরসভার অধীনে রয়েছে কাজের সুযোগ। ‘দ্য কলকাতা সিটি এনইউএইচএম সোসাইটি’-র তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই মর্মে কলকাতা পুরসভার ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। মোট শূন্যপদ ৮টি। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিভাগে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে। কম্পিউটারের কাজেও দক্ষতা থাকতে হবে। প্রার্থীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে থাকতে হবে। প্রতি মাসে ২২ হাজার টাকা বেতন দেওয়া হবে।
কী ভাবে আবেদন করবেন?
প্রার্থীকে প্রথমে কলকাতা পুরসভার ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করা প্রয়োজন। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। ৭ থেকে ১২ অগস্ট সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত জমা দেওয়া যাবে আবেদনপত্র।
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে কলকাতা পুরসভার ওয়েবসাইটটি দেখতে পারেন।