ISI Kolkata Recruitment 2024

আইএসআই কলকাতায় স্ট্যাটিস্টিক্যাল ট্রেনি নিয়োগ, আবেদনের জন্য কেমন যোগ্যতা প্রয়োজন?

নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ২৫,০০০ টাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৪ ১৬:১২
Share:

আইএসআই কলকাতা। সংগৃহীত ছবি।

রাজ্যের নামী প্রতিষ্ঠান ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই), কলকাতায় কাজের সুযোগ। রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স যাঁদের পড়াশোনার বিষয়, তাঁদের জন্যই এই নিয়োগ। সম্প্রতি এই মর্মে প্রতিষ্ঠানের তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, এর জন্য ইতিমধ্যেই অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

Advertisement

প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিষ্ঠানের স্যামপ্লিং অ্যান্ড অফিশিয়াল স্ট্যাটিস্টিক্স ইউনিটে অ্যাপ্লায়েড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইকোনমেট্রিক্সে ‘অন-দ্য জব ট্রেনিং প্রোগ্রাম’ বা প্রশিক্ষণ কর্মসূচির জন্য এই নিয়োগ। নিয়োগ হবে স্ট্যাটিস্টিক্যাল ট্রেনি বা শিক্ষানবিশ পদে। তিনটি শূন্যপদ রয়েছে। নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত। এর পর ফান্ডিং এবং নিযুক্তদের কাজের উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে।

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ২৫,০০০ টাকা।

Advertisement

সংশ্লিষ্ট পদে আবেদন জানাতে প্রার্থীদের স্ট্যাটিস্টিক্স/ ইকোনমেট্রিক্স/ ডেটা সায়েন্সে মাস্টার্সের পাশাপাশি কম্পিউটার প্রোগ্রামিং/ স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ নিয়ে কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। যাঁরা চলতি বছরে স্নাতকোত্তর উত্তীর্ণ হয়েছেন, তাঁরাও আবেদন করতে পারবেন।

আগ্রহীদের এর জন্য কভার লেটার-সহ অন্যান্য প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন জানাতে হবে। আগামী ১৪ অক্টোবর আবেদনের শেষ দিন। এর পর অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বাকি তথ্য জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement