ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুর। ছবি: সংগৃহীত
ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক কিংবা স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে, এমন প্রার্থীদের জন্য রয়েছে কাজের সুযোগ। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুরে প্রয়োজন জুনিয়র প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট। এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । অনূর্ধ্ব ৩২ বছর বয়সি প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন।
এই শিক্ষা প্রতিষ্ঠানের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি গবেষণা প্রকল্পের জন্য প্রয়োজন এক জন জুনিয়র প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট-রিসার্চ। প্রকল্পটি হল ‘মডেল ডেভেলপমেন্ট ফর স্টোরেজ সিস্টেম ট্রাবলশুটিং অ্যান্ড ওয়ার্কলোড ক্যারেক্টারাইজ়েশন’। অ্যাডভান্স টেকনোলজি গ্রুপ-এর তরফে এই প্রকল্পটিতে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
কারা আবেদন করতে পারবেন?
কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে সায়েন্স/ ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজিতে স্নাতক কিংবা স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে, এমন প্রার্থীরা জুনিয়র প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট-রিসার্চ পদের জন্য আবেদন করতে পারবেন। তাঁদের ন্যূনতম ৭৫ শতাংশ নম্বর পেতে হবে।
পাশাপাশি, প্রার্থীদের উল্লিখিত বিষয়ে গ্র্যাজুয়েট অ্যাপটিটিউট টেস্ট (গেট) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নিয়োগের ক্ষেত্রে টেকনোলজি/ সায়েন্স/ ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তরদের অগ্রাধিকার দেওয়া হবে। শূন্যপদ একটি।
কী ভাবে নিয়োগ হবে?
অনলাইনে এই পদে প্রার্থী নিয়োগ করা হবে।
বেতন:
প্রার্থীর অভিজ্ঞতা এবং মেধার ভিত্তিতে ২৮ হাজার টাকা বৃত্তি হিসেবে দেওয়া হবে।
১১ জুলাই, ২০২৩ জীবনপঞ্জি-সহ আবেদনপত্র পাঠানোর শেষ দিন। আবেদনের জন্য অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। এই সংক্রান্ত অন্যান্য বিষয়ে জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে পারেন।