ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, রৌরকেল্লা। ছবি: সংগৃহীত
অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তরদের জন্য কাজের সুযোগ। এমন প্রার্থীদের সন্ধানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, রৌরকেল্লার তরফে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনূর্ধ্ব ২৮ বছর বয়সিরা আবেদন করতে পারবেন। এই প্রতিষ্ঠানের একটি গবেষণা প্রকল্পের জন্য প্রয়োজন এক জন জুনিয়র রিসার্চ ফেলো।
প্রকল্পটি হল ‘ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেনটেশন অফ মেটাল হাইড্রাইড ক্যানিস্টারস ফর জিরো-এমিশন হিট অ্যান্ড এনার্জি স্টোরেজ সিস্টেমস’। সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড-এর তরফে এই প্রকল্পটিতে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
কারা আবেদন করতে পারবেন?
থার্মাল ইঞ্জিনিয়ারিং/ এনার্জি ইঞ্জিনিয়ারিং/ হিট অ্যান্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং/ ক্রায়োজেনিক ইঞ্জিনিয়ারিং/ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে, এমন প্রার্থীরা আবেদন করতে পারবেন। তাঁদের ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকা প্রয়োজন।
এর পাশাপাশি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ার ডিগ্রি প্রাপ্ত ব্যক্তিরাও আবেদন করতে পারবেন। তবে এ ক্ষেত্রে ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর এবং গ্র্যাজুয়েট অ্যাপটিটিউট টেস্ট (গেট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন।
উল্লিখিত পদে আবেদনকারীদের হিট অ্যান্ড মাস ট্রান্সফার সংক্রান্ত বিষয়ে জার্নাল প্রকাশিত হলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
কী ভাবে আবেদন করা যাবে?
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা লিঙ্কে জীবনপঞ্জি-সহ আবেদনপত্র পাঠাতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ দিন ১৭ জুলাই, ২০২৩।
বেতন:
জুনিয়র রিসার্চ ফেলো পদে নির্বাচিত প্রার্থী মাসে ৩১ হাজার থেকে ৩৫ টাকা পেতে পারেন।
বাছাই করা প্রার্থীদের ২০ জুলাই, ২০২৩ বেলা ১০টা নাগাদ ইন্টারভিউ নেওয়া হবে। অন্যান্য বিষয়ে জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে পারেন।