ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ, নয়াদিল্লি। ছবি: সংগৃহীত
কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন? এর পর কী ভাবে পেশায় প্রবেশ করবেন ভাবছেন? আপনাকে কাজের সুযোগ দিচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। প্রজেক্ট সায়েন্টিস্ট পদে প্রকাশিত হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি। উল্লিখিত বিষয় ছাড়াও কোন কোন বিভাগের স্নাতকোত্তর পড়ুয়ারা আবেদন করতে পারবেন? আবেদনের ক্ষেত্রে কী কী শর্তাবলি প্রযোজ্য? সেই সমস্ত বিষয় দেখে নিন এক নজরে।
কোন প্রকল্পের জন্য প্রজেক্ট সায়েন্টিস্ট প্রয়োজন?
আইসিএমআর-এর তরফে চলছে ‘‘প্রসপেক্টিভ এভালুয়েশন অফ এটিওলজিক্যাল ফ্যাক্টরস, ট্রাজেক্টরি অফ কোমরবিটিস অ্যান্ড এফিশিয়েন্সি অ্যান্ড সেফটি অফ ভ্যারিয়াস থেরাপিউটিক এজেন্টস অ্যামং ইন্ডিয়ান ওমেন উইদ পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস): এ মাল্টিসেন্ট্রিক আইসিএমআর-পিসিওএস কোরহর্ট স্টাডি ফেজ টু’’- প্রকল্পে গবেষণা। এই প্রকল্পের জন্য প্রয়োজন প্রজেক্ট সায়েন্টিস্ট।
আবেদনকারীদের কোন ডিগ্রি থাকা দরকার?
প্রজেক্ট সায়েন্টিস্ট পদে আবেদনকারীদের ‘কম্পিউটার সায়েন্স’ কিংবা ‘ইনফরমেশন টেকনোলজি’ বিষয়ে ফার্স্ট ক্লাস স্নাতকোত্তর ডিগ্রি থাকা দরকার। এ ছাড়া যে সমস্ত পড়ুয়া ‘কম্পিউটার সায়েন্স’ কিংবা ‘ইনফরমেশন টেকনোলজি’ বিষয়ে সেকেন্ড ক্লাস স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন এবং পিএইডি করেছেন, তাঁরাও এই পদের জন্য আবেদন করতে পারবেন।
তবে যাঁরা ‘কম্পিউটার সায়েন্স’ কিংবা ‘ইনফরমেশন টেকনোলজি’ বিষয়ে ‘ব্যাচেলর ইন টেকনোলজি’ (বিটেক) ডিগ্রি অর্জন করেছেন, তাঁরা আবেদনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
পূর্ব অভিজ্ঞতা:
স্নাতকোত্তর ডিগ্রি প্রাপ্তদের ক্ষেত্রে ২ বছর এবং স্নাতক ডিগ্রি প্রাপ্তদের ক্ষেত্রে ৪ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
দক্ষতা:
পদ সংক্রান্ত তথ্য:
এই পদে আবেদন করতে হবে অনলাইনে। আবেদনপত্র পাঠাতে হবে বিজ্ঞপ্তিতে উল্লেখিত মেল আইডিতে। আবেদন পেশ করার শেষ দিন ৪ জুলাই, ২০২৩। ওই তারিখের পর আর কোনও আবেদন গ্রহন করা হবে না। পদ এবং নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরও তথ্য পেতে আইসিএমআর-এর ওয়েবসাইট দেখে নিতে হবে।