ICMR Recruitment 2025

আইসিএমআরের দিল্লির দফতরে কর্মখালি, আইনে ডিগ্রি থাকা প্রয়োজন

নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ৪২ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। মোট তিন বছরের চুক্তিতে কাজ চলবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৫ ২১:৩৪
Share:
Indian Council of Medical Research.

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। ছবি: সংগৃহীত।

ইয়ং প্রফেশনাল পদে কর্মী নিয়োগ করা হবে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) দিল্লির দফতরে ওই পদে কর্মী নিয়োগ করা হবে। একটি গবেষণা প্রকল্পে নিযুক্তের কাজ চলবে। তবে, প্রকাশিত বিজ্ঞপ্তিতে শূন্যপদ সম্পর্কে কোনও তথ্য জানানো হয়নি।

Advertisement

প্রাথমিক ভাবে এক বছরের চুক্তিতে কাজ চলবে। তার পর ওই মেয়াদ আরও দু’বছরের জন্য বৃদ্ধি পেতে পারে। নিযুক্তেরা প্রতি মাসে ৪২ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন। তাঁদের আইনে স্নাতক হওয়া প্রয়োজন। এ ছাড়াও প্রার্থীদের বার কাউন্সিলের আইনজীবী হিসাবে দু’বছরের কাজের অভিজ্ঞতাও থাকতে হবে।

আবেদনকারীদের বয়স ৪০ বছরের মধ্যে হওয়া আবশ্যক। কর্মস্থল হবে আইসিএমআরের দিল্লির সদর দফতর। কেন্দ্রীয় সরকারের নিয়মানুসারে নিযুক্ত ব্যক্তিরা প্রতি মাসে ৪২ হাজার পারিশ্রমিক পাবেন।

Advertisement

অনলাইনে আগ্রহীরা আবেদন জানাতে পারবেন। আবেদনপত্র পাঠানোর শেষ দিন ১৫ এপ্রিল। আবেদনপত্রের সঙ্গে কী কী নথি থাকা প্রয়োজন, সেই বিষয়ে জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement