IIT KGP Summer School 2025

মেডিক্যাল ইমেজিং-এ ডিপ লার্নিং প্রয়োগের কৌশল শেখাবে আইআইটি খড়্গপুর

নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে নাম নথিভুক্ত করতে হবে। ক্লাস করানো হবে প্রতিষ্ঠানের কলকাতার ক্যাম্পাসে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৫ ১৩:৫৩
Share:
Medical Imaging with Deep Learning.

ছবি: সংগৃহীত।

মেডিক্যাল ইমেজিং-এ ডিপ লার্নিং প্রয়োগের প্রাসঙ্গিকতা নিয়ে বিশেষ কোর্স করাবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুর। প্রতিষ্ঠানের ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে এই কোর্স করানো হবে। প্রতিষ্ঠানের কলকাতার ক্যাম্পাসে ‘সামার স্কুল ২০২৫’ কর্মসূচির অধীনে এই বিষয়টি নিয়ে চর্চা চলবে।

Advertisement

ইঞ্জিনিয়ারিং এবং বিজ্ঞান শাখার বিভিন্ন বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পাঠরত ব্যক্তিরা কোর্সটি করার সুযোগ পাবেন। এ ছাড়াও সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষকতা করছেন কিংবা কোনও সংস্থায় কর্মরত রয়েছেন, এমন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

কী কী বিষয় শেখানো হবে?

Advertisement

অংশগ্রহণকারীদের আল্ট্রাসাউন্ড ফিজ়িক্স, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ট্রান্সডিউসার্‌স, ডিপ লার্নিং ফর বিম ফর্মিং, জিয়োমেট্রি অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন অফ সিটি মেশিন এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে পাঠদান করা হবে। একই সঙ্গে হাতেকলমে বিভিন্ন যন্ত্র এবং সামগ্রী ব্যবহারের কৌশলও শেখাবেন বিশেষজ্ঞেরা। কোর্স শেষে ইন্টার্নশিপের সুযোগও রয়েছে।

৩০ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত কোর্সের ক্লাস করানো হবে। আইআইটি খড়্গপুরের কলকাতার ক্যাম্পাসে ক্লাস করাবেন বিশেষজ্ঞরা। কোর্সে ভর্তি হওয়ার জন্য স্নাতকদের ৪,১৩০ টাকা, স্নাতকোত্তর স্তরে পাঠরত কিংবা পিএইচডি, পোস্ট ডক্টরাল ডিগ্রি প্রাপ্তদের ৫,৩১০ টাকা, ফ্যাকাল্টি মেম্বারদের ৭,০৮০ টাকা এবং কর্মরত ব্যক্তিদের ১১,৮০০ টাকা কোর্স ফি হিসাবে জমা দিতে হবে। অনলাইনে আবেদনের শেষ দিন ৩০ এপ্রিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement