প্রতীকী ছবি।
দেশের বিভিন্ন হাসপাতালে কাজের সুযোগ দিচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ। এই মর্মে সদ্যই সংস্থার তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, গুরুগ্রাম, কোচি এবং হায়দরাবাদের হাসপাতালে কাজের জন্য প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট হিসাবে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ তিনটি।
উল্লিখিত পদে কাজের জন্য লাইফ সায়েন্সেস শাখায় স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নদের আবেদন গ্রহণ করা হবে। এনজ়াইম-লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসে (এলিসা) ব্যবহার করে কাজের দক্ষতা থাকা আবশ্যক। তাঁদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
নিযুক্তরা কাজের জন্য ৩৫,৫৬০ টাকা মাসিক পারিশ্রমিক হিসাবে পাবেন। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। তবে মোট এক বছরের চুক্তিতেই নিযুক্তদের কাজ করতে হবে। ওই মেয়াদ বৃদ্ধি করা হবে কী না, তা নিয়ে কোনও তথ্য বিজ্ঞপ্তিতে পেশ করা হয়নি।
আগ্রহীদের ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের ওয়েবসাইটে গিয়ে ফর্ম পূরণ করে জমা দিতে হবে। কী ভাবে আবেদন পেশ করতে হবে, তা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। আবেদন ৪ অগস্টের মধ্যে পাঠাতে হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।