Govt Jobs in ICMR

আইসিএমআর অধীনস্থ কেন্দ্রে কাজের সুযোগ, শূন্যপদ ক’টি?

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর তরফে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট হিসাবে কাজের সুযোগ দেওয়া হবে। ওই কাজের জন্য প্রতি মাসে ৫৬ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মে ২০২৪ ১৪:৩৬
Share:

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় সংস্থায় কর্মখালি। এই মর্মে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) অধীনস্থ সংস্থায় প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট হিসাবে কাজের সুযোগ দেওয়া হবে। প্রতি মাসে পারিশ্রমিক ৫৬ হাজার টাকা। কর্মস্থল হবে ন্যাশনাল ইনস্টিটউট অফ প্যাথোলজি।

Advertisement

লাইফ সায়েন্সেস শাখার বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, মলিকিউলার বায়োলজি বিষয়ে পিএইচডি ডিগ্রিধারীরা উল্লিখিত পদে কাজের সুযোগ পাবেন। তবে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নরাও আবেদন করতে পারবেন। শূন্য পদ দু’টি।

পদপ্রার্থীদের মলিকিউলার বায়োলজি নিয়ে হাতেকলমে কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। নিযুক্তদের ‘টু ডিটারমাইন কজেজ় অফ ডেথ ইন ইনফ্যান্টস ইন নর্থ-ইস্টার্ন রিজ়ন অফ ইন্ডিয়া বাই মিনিমালি ইনভেসিভ টিস্যু স্যাম্পলিং (এমআইটিএস) টেকনিক: অ্যান আইসিএমআর টাস্ক ফোর্স স্টাডি’ শীর্ষক প্রকল্পে কাজ করতে হবে।

Advertisement

এই কাজে আগ্রহীদের অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। ওই ফর্মেই শিক্ষাগত যোগ্যতা, কর্মজীবনের অভিজ্ঞতার বিভিন্ন তথ্য জমা দিতে হবে। আবেদন পাঠানোর শেষ দিন ১০ জুন। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে। সেই বিষয়ে বিশদে জেনে নিতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটটিতে নজর রাখুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement