ন্যাশনাল ব্যুরো অফ সয়েল সার্ভে অ্যান্ড ল্যান্ড ইউজ় প্ল্যানিং, নাগপুর। ছবি: সংগৃহীত।
ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চে কর্মখালি। সংস্থার ন্যাশনাল ব্যুরো অফ সয়েল সার্ভে অ্যান্ড ল্যান্ড ইউজ় প্ল্যানিং-এর একটি গবেষণা প্রকল্পে কাজের জন্য কর্মী প্রয়োজন। প্রতিষ্ঠানের জোরহাট দফতরের একটি গবেষণা প্রকল্পে কাজের জন্য ইয়ং প্রফেশনাল, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট এবং ল্যাবরেটরিতে কাজের জন্য দ্বাদশ উত্তীর্ণ ব্যক্তি প্রয়োজন। এই মর্মে প্রতিষ্ঠানের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুক্তির ভিত্তিতে নিযুক্তদের এক বছরের জন্য কাজ করতে হবে। পরবর্তীতে ওই মেয়াদ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
ইয়ং প্রফেশনাল হিসাবে ভূগোল, রিমোট সেন্সিং, জিওস্পেসিয়াল সায়েন্স, এগ্রিকালচারাল ফিজ়িক্স, সয়েল সায়েন্স, জিও ইনফরমেটিক্স— এর মধ্যে যে কোনও একটি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকা বাঞ্ছনীয়। তাঁদের হাইড্রোলজি, গুগল আর্থ ইঞ্জিন নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। সংশ্লিষ্ট কাজে নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ৪২ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে।
এগ্রিকালচার কিংবা সমতুল্য শাখা, কিংবা রসায়ন, প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করার সুযোগ পাবেন। প্রতি মাসে তাঁদের ২০ হাজার টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে।
ল্যাবরেটরিতে কাজের জন্য দ্বাদশ উত্তীর্ণ ব্যক্তিদের নিয়োগ করা হবে। সয়েল স্যাম্পলিং সংক্রান্ত সমস্ত কাজের দায়িত্ব তাঁকে পালন করতে হবে। এর জন্য প্রতি মাসে তাঁকে ১২,০০০ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।
পদপ্রার্থীদের অ্যাঞ্চলিক ভাষা-সহ হিন্দি এবং ইংরেজিতে সাবলীল হওয়া বাঞ্ছনীয়। সংশ্লিষ্ট পদগুলিতে আবেদনকারীদের বয়স ২১ বছর থেকে ৪৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। তাঁদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেওয়া হবে।