CDAC Recruitment 2025

বিভিন্ন বিভাগে ৪৪ জন কর্মী নিয়োগ করবে সি-ড্যাক, কী ভাবে আবেদন করবেন?

কেন্দ্রীয় বৈদ্যুতিন এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ এই সংস্থার তরফে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৫ ১৬:৫৯
Share:

সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং (সি-ড্যাক)। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় সংস্থায় চাকরির সুযোগ। সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং (সি-ড্যাক)-এর তরফে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ জানানো হয়েছে। ওই সংস্থায় প্রজেক্ট ম্যানেজার, প্রজেক্ট ইঞ্জিনিয়ার এবং সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ারদের নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ৪৪। প্রসঙ্গত এই সংস্থাটি কেন্দ্রীয় বৈদ্যুতিন এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ।

Advertisement

প্রজেক্ট ম্যানেজার, প্রজেক্ট ইঞ্জিনিয়ার এবং সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে টেকনোলজি, বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং শাখার যে কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে, প্রজেক্ট ম্যানেজার পদে আবেদনকারীদের অন্তত ন’বছর, প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে এক বছর এবং সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে আবেদনকারীদের চার বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

পদের নিরিখে ৪০ বছর থেকে ৫৬ বছর বয়সি ব্যক্তিদের উল্লিখিত পদের জন্য বেছে নেওয়া হবে। এর জন্য প্রার্থীদের মেধা এবং অভিজ্ঞতা ইন্টারভিউয়ের মাধ্যমে যাচাই করা হবে। তাই আলাদা করে কোনও আবেদনপত্র পাঠানোর প্রয়োজন নেই। কাজের জন্য প্রতি বছরে ৭.৮৭ লক্ষ টাকা থেকে ১৭.৫২ লক্ষ টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে।

Advertisement

ইন্টারভিউয়ের জন্য প্রার্থীদের সরাসরি সিড্যাক নয়ডা শাখায় উপস্থিত থাকতে হবে। ৯, ১০ এবং ১১ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত চলবে ওই ইন্টারভিউ। এই বিষয়ে আরও জেনে নিতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement