ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর) কলকাতা। ছবি: সংগৃহীত।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর) কলকাতায় কর্মী নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট সংস্থায় বায়োলজিক্যাল সায়েন্সেস বিভাগের তরফে প্রজেক্ট অ্যাসোসিয়েট নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শূন্যপদ একটি।
এই কাজে বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের আবেদন গ্রহণ করা হবে। তাঁদের মলিকিউলার বায়োলজি, সিন্থেটিক বায়োলজি নিয়ে আগে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। পদপ্রার্থীদের যোগ্যতা যাচাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। সংস্থার তরফে জানানো হয়েছে, ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজির অর্থপুষ্ট একটি প্রকল্পে নিযুক্ত ব্যক্তিকে কাজ করতে হবে।
আপাতত মোট এক বছরের চুক্তিতে কাজ। পরে চাহিদার নিরিখে ওই মেয়াদ বৃদ্ধি করা হতে পারে। ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজির নিয়ম মোতাবেক প্রতি মাসের পারিশ্রমিক ধার্য করা হয়েছে।
আগ্রহীদের ইমেল মারফত ৫ নভেম্বরের আগে আবেদনপত্র জমা দিতে হবে। এর সঙ্গে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্রের মতো নথি পাঠাতে হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।