প্রতীকী ছবি।
হুগলিতে চাকরির সুযোগ। সম্প্রতি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে নিয়োগ করা হবে কর্মী।
পিয়ার সাপোর্ট নিয়োগ করা হবে। ন্যাশনাল ভাইরাল হেপাটাইটিস কন্ট্রোল প্রোগ্রামের অধীনে কাজ করতে হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। প্রতি মাসে ১০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হওয়া দরকার। হেপাটাইটিস বি অথবা সি-র মতো রোগ থেকে মুক্ত হয়েছেন এমন প্রার্থী আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতার মান এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থী।
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে হুগলির প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এর পর আবেদনমূল্য জমা দেওয়া দরকার। শেষে সম্পূর্ণ তথ্য পূরণ করে আবেদনপত্র জমা দিতে হবে। ২০ সেপ্টেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে এবং আবেদনমূল্য জমা দেওয়া যাবে। ২৩ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে।
এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে হুগলি জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।