প্রতীকী চিত্র।
রাষ্ট্রায়ত্ত সংস্থা গ্রিড কন্ট্রোলার অফ ইন্ডিয়া লিমিটেড (পূর্বতন পাওয়ার সিস্টেম অপারেশন কর্পোরেশন লিমিটেড)-এ কাজের সুযোগ। বুধবার এই মর্মে সংস্থার ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সংস্থার একটি ক্ষেত্রে নিযুক্তদের প্রশিক্ষণ দেওয়া হবে। আগ্রহীরা এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১ এপ্রিল থেকে।
সংস্থায় কর্মী নিয়োগ হবে এগজ়িকিউটিভ ট্রেনি বা শিক্ষানবিশ পদে। শূন্যপদ রয়েছে ৪৭টি। তাঁদের সংস্থায় ইলেক্ট্রিক্যাল ক্ষেত্রে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ মিলবে। প্রশিক্ষণ চলবে এক বছরব্যাপী। নিযুক্তদের পোস্টিং হবে দেশ বা বিদেশের বিভিন্ন শহরে।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ২৮ বছর। তাঁদের ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রিক্যাল (পাওয়ার)/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স/ পাওয়ার সিস্টেমস ইঞ্জিনিয়ারিং/ পাওয়ার ইঞ্জিনিয়ারিং (ইলেক্ট্রিক্যাল) নিয়ে বিই/ বিটেক/ বিএসসি (ইঞ্জিনিয়ারিং)/ ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রি (আইডিডি)-তে ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে উত্তীর্ণ হতে হবে চলতি বছরের গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং (গেট)-এও।
প্রশিক্ষণ চলাকালীন শিক্ষানবিশদের বেতন কাঠামো হবে মাসে ৫০,০০০-১,৬০,০০০ টাকা। এ ছাড়াও মিলবে অন্য সুযোগসুবিধা। প্রশিক্ষণ যথাযথ ভাবে শেষ করতে পারলে তাঁদের এই পদে স্থায়ী ভাবে নিয়োগ করা হবে।
আগ্রহীদের এর জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তেরা বাদে বাকিদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে ৫০০ টাকা। আগামী ৩০ এপ্রিল আবেদনের শেষ দিন। এর পর সংশ্লিষ্ট পদে গেট-এ প্রাপ্ত নম্বর, গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।