viral video

জলে হাবুডুবু খাচ্ছে বিড়ালছানা, ঝুঁকি নিয়ে ডুবন্ত মার্জারকে উদ্ধার তরুণীর! কুর্নিশ জানাল নেটমাধ্যম

বিড়ালছানাটিকে ধরে ফেলতে সক্ষম হন তরুণী। অসহায় প্রাণীটিকে উদ্ধার করার ভিডিয়োই সম্প্রতি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৫ ১১:৩২
Share:
woman risking her life to save a tiny kitten

ছবি: সংগৃহীত।

জীবনের ঝুঁকি নিয়ে জলাশয়ে নেমে ডুবে যাওয়া একটি ছোট্ট বিড়ালছানার প্রাণ বাঁচালেন এক তরুণী। কোনও ভাবে জলের মধ্যে পড়ে প্রাণ হারাতে বসেছিল অবোলা প্রাণীটি। তাকে দেখতে পেয়ে ছুটে আসেন ওই তরুণী। নিজের বিপদের কথা মাথায় না রেখে জলে ঝাঁপিয়ে পড়েন। দ্রুত সাঁতার কেটে সময়মতো বিড়ালছানাটিকে ধরে ফেলতে সক্ষম হন তিনি। অসহায় প্রাণীটিকে উদ্ধার করার ভিডিয়োই সম্প্রতি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করে‌নি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে একটি বিড়াল বড় একটি জলাশয়ের মধ্যে পড়ে হাবুডুবু খাচ্ছে। এর পর কালো পোশাক পরা এক তরুণীকে দেখা যায় জ্যাকেট খুলে রেখে জলের মধ্যে নেমে পড়তে। বুকজলে নেমে তিনি প্রথমে কিছুটা হেঁটে গিয়ে দ্রুত গতিতে সাঁতার কাটতে থাকেন। বিড়ালটি দূরে সরে যাচ্ছে দেখে তিনি আরও জোরে সাঁতার কাটতে শুরু করেন। তাতেই সময়মতো অসহায় বিড়ালছানাটিকে ধরে ফেলতে সক্ষম হন ওই তরুণী। তবে ঘটনাটির অবস্থান ও সময় সম্পর্কে সঠিক কোনও তথ্য পাওয়া যায়নি।

পোস্টটি শেয়ার করা হয়েছে ইনস্টাগ্রামের ‘অরিভি’ নামের একটি হ্যান্ডল থেকে। পোস্টটি ৩০ মার্চ শেয়ার করা হয়েছে। ভিডিয়ো দেখে তরুণীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটাগরিকেরা। বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দিয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। বেশির ভাগই তরুণীর সাঁতারের দক্ষতার প্রশংসা করেন। আবার কেউ কেউ তাঁর দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং সহানুভূতির প্রশংসা করে মন্তব্য বাক্স ভরিয়ে দিয়েছেন। এক জন মন্তব্য করেছেন, ‘‘শাবাশ!’’ অন্য এক জন লি‌খেছেন, ‘‘অসাধারণ। নায়কের মতো কাজ করেছেন। আমি প্রাণীদের ভালবাসি। ওখানে থাকলে আমিও সেই মিষ্টি বিড়ালটিকে উদ্ধার করতাম।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement